Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

এক নজরে খোকসা উপজেলা

 

খোকসা উপজেলা বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি প্রশাসনিক এলাকা।

১। অবস্থান ও আয়তনঃ

 খোকসা উপজেলার উত্তরে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা, পূর্বে পাংশা উপজেলা, দক্ষিণে পাবনা জেলা এবং পশ্চিমে কুমারখালী উপজেলা

২। নাম করণের ইতিহাসঃ

খোকসা নামের উৎপত্তি কোথা থেকে তার সঠিক কোন ইতিহাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যতদুর শোনা যায় খোকা শাহ নামের এক সাধকের নাম থেকে খোকসা নামের উৎপত্তি হয়েছে। আবার কারও কারও মতে খোকসা নামক গাছের থেকে খোকসা নামের উৎপত্তি। তবে এ এলাকা থেকে এ গাছ অনেক আগেই বিলুপ্ত হলেও বর্তমান রংপুর অঞ্চলের কিছু কিছু এলাকায় খোকসা নামক গাছ এখনও আছে বলে তথ্য পাওয়া গেছে।

৩। নদ-নদী

খোকসা উপজেলায় ৩টি নদী রয়েছে। নদী ৩টি হচ্ছে গড়াই নদীইছামতী নদী ও সিরাজপুর হাওর নদী

৪। প্রশাসনিক এলাকা

খোকসা উপজেলায় ৯টি ইউনিয়ন রয়েছে; এগুলো হলোঃ

৫। জনসংখ্যাঃ

জনসংখ্যা ১,৩৪,০১১ জন (প্রায়), পুরুষ ৬৯,৬৮৬ জন (প্রায়), মহিলা ৬৪,৩২৫ জন (প্রায়)।

৬। শিক্ষা

           ১। সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮৭ টি,

           ২। জুনিয়র উচ্চ বিদ্যালয় ০৪ টি,

           ৩। উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা) ১৬ টি,

            ৪। উচ্চ বিদ্যালয়(বালিকা) ০২ টি,

           ৫। দাখিল মাদ্রাসা ৫ টি,

           ৬। আলিম মাদ্রাসা ০২ টি,

           ৭। ফাজিল মাদ্রাসা ০১ টি,

          ৮। কামিল মাদ্রাসা ০০ টি,

          ৯। কলেজ(সহপাঠ) ০৪ টি,

         ১০। কলেজ(বালিকা) ০১ টি,

    শিক্ষার হার ৫৬.৮৫ %।[৫]

৭। অর্থনীতি

প্রধানত কৃষি অর্থনীতি ছাড়াও তাত শিল্প, মৃৎ শিল্প, বয়ন শিল্প, এবং ছোট ও মাঝারি শিল্প-প্রতিষ্ঠান রয়েছে।

৮। যোগাযোগ ব্যবস্থা

পাকা রাস্তা ১২৭.৪৭ কি.মি., অর্ধ পাকা রাস্তা ৭.৫২ কি.মি., কাঁচা রাস্তা ১৩৮.০২ কি.মি.।

৯। দর্শনীয় স্থান ও স্থাপনা

      ১। খোকসা কালী পূজা মন্দির, খোকসা।

      ২। ফুলবাড়িয়া পুরাতন মঠ, ফুলবাড়িয়া।

      ৩। আলাউদ্দিন শেখ এর বাঁশ বাগান, জয়ন্তী হাজরা।

      ৪। হেকি দেওয়ান ও বাগী দেওয়ান এর মাজার শরিফ, উথলী।

     ৫। বিঃ মির্জাপুর মাছের হ্যাচারী।

    ৬। হাওয়া ভবন খোকসা, ইছামতী নদী

 

ছবি

436882d55cc66d72c3cfb71f144fb171

 

সংযুক্তি

 

সংযুক্তি (একাধিক)